মহাকাশ

মহাকাশ কথা | মহাকাশ কি? মহাকাশে কি কি আছে? 

১) মহাকাশ কি?
উত্তরঃ- মহাকাশ আসলে মহাশূন্য। আকাশের পর সীমাহীন যে এলাকা রয়েছে তাকে মহাকাশকে বলে।

২) মহাকাশে কি কি আছে? 
উত্তরঃ- মহাকাশে আছে কোটি কোটি নক্ষত্র, জ্যোতিষ্ক, ছায়াপথ, উলকা, ধমূকেতু প্রভৃতি।

৩) কোন যানে চড়ে মহাকাশে যাওয়া যায়? 

উত্তরঃ- লুনা খোদ, স্পুৎনিক ভোস্তক টু নামক উন্নত মানের রকেটে চড়ে মহাকাশে যাওয়া যায়।

৪) কোন প্রাণী প্রথম কবে মহাকাশে গিয়েছিল?
উত্তরঃ- ”লাইকা” নামে একটি কুকুর- ১৯৫৭ খ্রিস্টাব্দে রুশ মহাকাশযানে স্পুটনিক-২তে চেপে প্রথম
মহাকাশে গিয়েছিল।

৫) কে প্রথম মহাকাশযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন? কবে করেন?

উত্তরঃ- বুশ মহাকাশচারী ইউরি গ্যাগারিন। ১৯৬১ খ্রিস্টাব্দের ১২ই এপ্রিল তিনি ভোস্তক-১ মহাকাশ যানে চেপে পৃথিবী প্রদক্ষিণ করেন।

৬) কোন মহিলা মহাকাশচারী প্রথম কবে মহাকাশে পাড়ি দেন?

উত্তরঃ- রাশিয়ার ভ্যালেন্টিনা তেরেসকোভা, ১৯৬৩ খ্রিস্টাব্দের ১৬ই জুন।

৭) কারা কবে প্রথম চাঁদের মাটিতে পা রাখেন?

উঃ মার্কিন মহাকাশচারী নীল আর্মস্টুং ও এডুইন অলড্রিন ১৯৬৯ খ্রিস্টাব্দে ২১ জুলাই আ্যাপেলো-১১ চেপে প্রথম চাদের মাটিতে পা রাখেন।

৮) ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি (ISRO) কবে কোথায় স্থাপিত হয়?

উত্তরঃ- ১৯৬৯ খ্রিস্টাব্দে, বেঙ্গালুরুতে ।

৯) কৃত্রিম উপগ্রহ বলতে কী বোঝ?

উত্তরঃ- বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে ছোটো ছোটো উপগ্রহ তৈরি করে রকেটের মাথায় বসিয়ে মহাকাশে পাঠিয়ে
দেন। এই উপপ্রহগুলি পৃথিবীর চারিপাশে ঘোরে।

১০) মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় কেন?

উত্তরঃ- মহাকাশ ও পৃথিবী সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানিক তথ্য, জলবায়ু, ভৌগলিক অবস্থা ইত্যাদি খবর জানার জন্য কৃত্রিম উপগ্রহ পাঠানো হ্য়।


১১) মহাকাশে কবে প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশ পাঠানো হয়?
উত্তরঃ- রাশিয়ার বিজ্ঞানীরা ১৯৫৭ খ্রিস্টাব্দের ৪ঠা অক্টোবর কৃত্রিম উপগ্রহ স্প্টনিক-১ পাঠানো হয়।

১২) ভারত কবে প্রথম কোন্‌ কৃত্রিম উপগ্রহ মহাকাশ পাঠায়?

উত্তরঃ- ১৯৭৫ খ্রিস্টাব্দের ১৯ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ভারত আর্যভট্ট নামে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ।


১৩) ভারত নিজে প্রথম কবে, কোন্‌ কৃত্রিম উপগ্রহ মহাকাশ পাঠায়?
উত্তরঃ- ১৯৮০ খ্রিস্টাব্দের ১৮ জুলাই ভারত নিজে “রোহিনী” নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ।

১৪) ভারতীয়দের মধ্যে কবে প্রথম কে মহাকাশ পাড়ি দেন?

উত্তরঃ- রাকেশ শর্মা ভারতীয়দের মধ্যে প্রথম মহাকাশ পাড়ি দেন। ১৯৮৪ সালের ৩রা এপ্রিল সোভিয়েত
মহাকাশযান চেপে।

১৫) ভারত কবে প্রথম চাদে মহাকাশযান পাঠায়? তাঁর নাম কী?
উত্তরঃ- ২০০৮ সালে ভারত প্রথম চন্দ্রযান-১ পাঠায়।

১৬) কবে কোন ভারতীয় মহিলা মহাকাশযানে অংশ নিয়ে প্রাণ দেন?
উত্তরঃ- ২০০৩ সালের ১লা ফেব্রুয়ারী। কল্পনা চাওলা।

১৭) কোন মহিলা মহাকাশচারী মহাকাশে সবচেয়ে বেশিদিন কাটিয়েছেন?

উত্তরঃ- সুনীতা উইলিয়ামস্‌ ।

আরোও পড়ুন

সৌরজগতের কথা

error: Content is protected !!