মানব

মানব দেহ -এর বিষয়ে বিশেষ কয়েকটি প্রশ্নের উত্তর

১) মানব দেহকে কয়টি অংশে ভাগ করা হয়েছে? ও কী কী?
উত্তরঃ- মানব দেহকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। যথা-

(১) মস্তক
(২) দেহকান্ড ও
(৩) প্রত্যঙ্গ।

২) মানব দেহের হাড়ের কাঠামো কে কী বলে?
উত্তরঃ- মানব দেহের হাড়ের কাঠামো কে নরকঙ্কাল বলে।

৩) মানব দেহের প্রধান অংশ কোনটি ও কেন?
উত্তরঃ- মানব দেহের প্রধান অংশ মস্তক (মাথা)। কারণ এই অংশটি মানব দেহকে পরিচালনা করে।

৪) মস্তক বা মাথা কী?
উত্তরঃ- মস্তক হল হাড় দিয়ে তৈরি। মস্তক হল চিন্তা, বুদ্ধি, স্মৃতি ও অনুভূতির কেন্দ্র স্থল।

৫) দেহকান্ড কী?
উত্তরঃ- মস্তক দুই হাত এবং দুই পা বাদ দিয়ে বাকি অংশটিকে দেহকাণ্ড বলে।

৬) প্রত্যঙ্গ কাকে বলে?
উত্তরঃ- হাত, পা, নাক, কান, গলা প্রভৃতিগুলিকে প্রত্যঙ্গ বলে।

৭) মানব দেহের প্রধান উপাদান কী কী?
উত্তরঃ- মান ব দেহের প্রধান উপাদান হচ্ছে- হাড়, মাংস, রক্ত ও রস।

৮) মানব দেহে কতগুলি হাড় আছে?
উত্তরঃ- মানব দেহে ২০৬টি হাড় আছে।

৯) শরীরের কোন্‌ অংশের ওজন সব থেকে বেশি?
উত্তরঃ- শরীরের মাথার অংশের ওজন সবথেকে বেশি।

১০) মানুষের করোটিতে কতগুলি হাড় আছে?
উত্তরঃ- মানুষের করোটিতে ২২টি হাড় আছে।

১১) একজন সুস্থ মানুষ মিনিটে কত বার শ্বাস-প্রশ্বাস নেয়?
উত্তরঃ- একজন সুস্থ মানুষ মিনিটে শ্বাস-প্রশ্বাস নেয় –

শিশুকাল ৪০ বার,
কিশোর বেলায় ২৮ / ৩০ বার এবং
পূর্ণ বয়স্ক মানুষ ১৮ / ২০ বার।

১২) মানুষের রক্তের গতিবেগ কত?
উত্তরঃ- মানুষের রক্তের গতিবেগ-

শিশুকালে ৯০ / ১৪০,
কিশোর ৮০ / ৯০ এবং
পূর্ণ বয়স্ক মানুষ ৭৫ / ৯৫

১৩) মানুষের শরীরে কতটা পরিমাণ রক্ত থাকা উচিত?
উত্তরঃ- একজন মানুষ যতখানি ওজন তার ১১ ভাগের ১ ভাগ রক্ত থাকা উচিত।

১৪) মানব দেহের হৃৎপিন্ডের কাজ কী?
উত্তরঃ- মানব দেহের হৃৎপিন্ডের কাজ শরীরের রক্ত সরবরাহ করা।

১৫) হৃৎপিন্ড মিনিটে কতবার রক্ত সঞ্চালন করে?

উত্তরঃ- হৃৎপিন্ড মিনিটে ৭২ বার রক্ত সঞ্চালন করে।

১৬) সুস্থ মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
উত্তরঃ- সুস্থ মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৬০°  (ডিগ্রি) ফারেন হাইট।

১৭) রস্তের রঙ লাল দেখায় কেন?
উত্তরঃ- লোহিত কণিকা ও হিমোগ্লোবিন আছে বলে রস্তের রঙ লাল দেখায়।

১৮) চোখের পাতার কাজ কী?
উত্তরঃ- যে কোনো আঘাত থেকে চোখকে বাঁচানো ।

১৯) চোখের পাতা কত সময় পর পর বন্ধ হয়?
উত্তরঃ- চোখের পাতা ২ থেকে ১০ সেকেন্ড পর পর বন্ধ হয়।

২০) ফুসফুস কী?
উত্তরঃ- স্পঞ্জের মতো একজোড়া অঙ্গ। বুকের দুইদিকে দুটি ফুসফুস থাকে।

২১) ফুসফুসের কাজ কী?
উত্তরঃ- ফুসফুসের কাজ – রক্তকে অক্সিজেনের সাহায্যে বিশুদ্ধ করা।

২২) আমাদের শরীরে সবথেকে বড়ো গ্রন্থি বা গ্ল্যান্ড কী? এটি শরীরের কোন্দিকে থাকে?
উত্তরঃ- লিভার বা যকৃৎ। এটি পাকস্থলির ডানদিকে থাকে।

২৩) যকৃতের কাজ কী?
উত্তরঃ- যকৃতের কাজ প্রধানত প্রোটিন ও স্নেহ জাতীয় বা চর্বিজাতীয় বস্তু হজম করতে সাহায্য করা।

২৪) কিডনির কাজ কী?
উত্তরঃ- কিডনি শরীরের জলীয় বর্জ্য পদার্থগুলোকে রক্ত থেকে আলাদা করে পায়খানা প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়।

২৫) মানুষের মুখে কতগুলি দাত থাকে?
উত্তরঃ- মানুষের মুখে ৩২টি দাত থাকে।

২৬) মানুষের হাই ওঠে কেন?
উত্তরঃ- রক্তে অক্সিজেনের অভাব ঘটলে
মানুষের হাই ওঠে।

২৭) মানুষের চুল পাকে কেন?
উত্তরঃ- চুলের গোড়ায় এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। বয়স বাড়ার সাথে সাথে এর অভাব ঘটে। তাই চুল পাকে।

২৮) চুল ও নখ কাটলে আমরা ব্যাথা পাইনা কেন?
উত্তরঃ- চুল ও নখে কোনো স্নায়ু নেই বলে।

২৯) মানুষের দেহের পাঁজরে কত জোড়া হাড় আছে?
উত্তরঃ- মানুষের দেহের পাঁজরে ১২ জোড়া হাড় আছে।

আরোও পড়ুন –

প্রাণীদের বিষয়ে

error: Content is protected !!