Class 3 EVS Assam

Class 3 EVS Assam | জল |পাঠ-৫ | Bengali Medium

পাঠ-৫

জল

“জল” পাঠের অনুশীলণীর প্রশ্নোত্তর Class 3 EVS Assam Bengali Medium

১। উত্তর লেখো

(ক) কী কী উৎস থেকে জল পাওয়া যায়?
উত্তর :- বৃষ্টি,  খাল,  বিল,  পুকুর,  হ্রদ,  নদ-নদী, সাগর-মহাসাগর,  মাটির নিচ থেকেও আমরা জল পাই।

(খ) তোমাদের গ্রাম বা শহরের মধ্য দিয়ে কোনো নদী প্রবাহিত হয়েছে কি? যদি হয়ে থাকে তার নাম কি? ( নিজ নিজ এলাকার নদীর নাম জেনে নিজে লেখো)
উত্তর :-

(গ) তোমাদের অঞ্চলে  বা নিকটবর্তী স্থানে  অবস্থিত বিল, খাল, হাওরের নাম লেখো ( নিজ নিজ এলাকার  বিল, খাল, হাওরের নাম লেখো)
উত্তর :-

২। নীচের শব্দশৃঙ্খলটি থেকে জলের উৎসগুলো বেছে বের করে ‘O’ চিহ্ন দাও।

উত্তর :-

Class 3 EVS Assam

৩। জল ব্যবহৃত হয় এমন তিনটি কাজ সম্বন্ধে লেখো ।
উত্তর :- জল আমরা পান করি,  জল কাপড় ধোয়ায় ব্যবহৃত হয়,  জল ক্ষেতের কাজে ব্যবহৃত হয়।

৪। জল ব্যবহার করতে হয় না– এমন তিনটি কাজের নাম বলো।
উত্তর :-

৫। নীচে প্রদত্ত শব্দগুলের মধ্য থেকে অমিল শব্দটি বের করে “O” চিহ্ন দাও-

(ক) স্নান করা, কাপড় কাচা, সাঁতার কাটা, চুল-আঁচড়ানো।
উত্তর :- চুল-আঁচড়ানো।

(খ) নদী, পাহাড়, পুকুর, ঝরনা, বিল।
উত্তর :- পাহাড়।

(গ) মাছ, হাঁস, বাঁদর, কচ্ছপ, কুমির।
উত্তর :- বাঁদর।

(ঘ) জাহাজ, নৌকা, রেলগাড়ি, ফেরি।
উত্তর :- রেলগাড়ি।

(ঙ) গাঁদা,পদ্ম ,শাপলা,কচুরিপানা।
উত্তর :- গাঁদা।

৭। জল দুষিত হওয়ার তিনটি কারণ লেখো।


উত্তর :-   জল দুষিত হওয়ার তিনটি কারণ হলো – (ক) পুকুরে স্নান করলে,  কাপড় কাচলে জল দূষিত হয়।

(খ) কল-কারখানা থেকে নির্গত জল নদ-নদী,  খাল-বিল ইত্যাদিতে পড়লে জল দূষিত হয়৷

(গ) গরু-মহিষ জলে নামলে ও ময়লাযুক্ত বস্তু জলে ফেললে জল দূষিত হয়।

◾ এসো জেনে নেই
  • শীতকালে বৃষ্টি কম হওয়ার জন্য কুয়ো,  খাল,  বিল,  পুকুর নদী ইত্যাদিতে জলের পরিমাণ কমে যায় ।
  • সব জল পান বা অন্য কিছু কাজের উপযোগী নয়।  জলের অভাব যাতে না হয় সেজন্য আমাদের প্রয়োজনীয় জলটুকুই ব্যাবহার করা উচিত৷
  • একবার ব্যবহৃত জল আবার ব্যাবহার করে কম জলে কাজ চালিয়ে যেতে পারি যেমন – ফলমূল,  শাক-সবজি, চাল-ডাল ধোয়ার জল ফেলে না দিয়ে গাছের চারা, ফুলের টবে দিতে পারি।
  • কাপড় ধোয়া ব্যাবহৃত জল অন্যত্র না ফেলে স্নানের ঘর, পাকা উঠোন পরিষ্কার করার কাজে ব্যাবহার করা যায়৷
  • পানীয় জল পরিষ্কার পাত্রে ঢেকে রাখতে হয়। বড় পাত্র থেকে পানীয় জল বের করার জন্য দীর্ঘ হাতলযুক্ত মগ ব্যাবহার করতে হয় যাতে আঙুল বা হাত জলে না লাগে। 
  • কুয়ো ও নলকূপের চারদিকে পাকা দেওয়াল ও জল নিষ্কাশনের ব্যাবস্থা থাকলে সেগুলির জল পান করা নিরাপদ।

Class 3 EVS Assam

জল ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না। তাই জলের আরেক নাম জীবন৷

৩য় শ্রেণীর পরিবেশ

পাঠ-১ গাছপালার কথা

পাঠ-২ ফুল

পাঠ-৩ প্রাণীর বাসস্থান

পাঠ-৪ বিচিত্র প্রাণী

error: Content is protected !!