আঙুর ফল ও শেয়াল Grapes & Fox : Bangla Short Story

আঙুর ফল ও শেয়াল,  আঙুর ও শেয়াল, Grapes & For,  Bangla short stories

একদিন এক শেয়াল খাবারের খোঁজে এক আঙুরের বাগানে ঢুকেছিল। মাচায় পাকাপাকা আঙুরের থোকা বুলছিল। পাকা ও রসালো আঙুর দেখে শেয়ালের বড়ো লোভ হল।

কিন্তু আঙুরগুলো ছিল বেশ ওপরে, শেয়ালের নাগালের বাইরে । কিছুক্ষণ পর তার মাথায় এক বুদ্ধি এল। সে লাফ দিয়ে আঙুর পাড়ার চেষ্টা করল। কিন্তু অনেক চেষ্টা করেও শেয়াল আঙুরের থোকার নাগাল পেল না। শেষে নিরাশ ও ক্লান্ত হয়ে ‘আঙুর ফল টক’ না খাওয়াই ভালো’ বলে সেখান থেকে চলে গেল।

আরোও পড়ুন

খনা প্রাচীন ভারতের একজন মহিলা জ্যোতির্বিদ। তিনি সিংহলের অর্থাৎ শ্রীলঙ্কার
রাজকন্যা ছিলেন। তার অসাধারণ জ্ঞানের পরিচয় পেয়ে বিক্রমাদিত্য তাকে রাজসভার
সভাসদ করেছিলেন।

error: Content is protected !!