আমাদের দেশ ভারতবর্ষ

আমাদের দেশ ভারতবর্ষ, পাঠ-১৭ প্রশ্ন উত্তর Class 5

আমাদের দেশ ভারতবর্ষ, পাঠ-১৭ পঞ্চম শ্রেণীর পরিবেশ সমাধান Class 5 EVS Lesson 17, Class V Environment Science Question Answer Scert Assam.

১। উত্তর লেখো

(ক) ভারতবর্যের চারসীমায় অবস্থিত রাষ্ট্রগুলোর নাম।
উত্তরঃ- ভারতবর্যের চারসীমায় অবস্থিত রাষ্ট্রগুলোর নাম হল – চিন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভূটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা।

(খ) ভারতবর্ষের প্রধান প্রাকৃতিক অঞ্চলগুলোর নাম। 
উত্তরঃ- ভারতবর্ষের প্রধান প্রাকৃতিক অঞ্চলগুলোর নাম  –
(১) উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল।
(২) উত্তর ভারতের সমভূমি অঞ্চল।
(৩) দক্ষিণের বা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল।
(৪) উপকূলীয় অঞ্চল।

(গ) ভারতবর্ষের চারটি প্রধান নদীর নাম।
উত্তরঃ- ভারতবর্ষের চারটি প্রধান নদীর নাম –   গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা, কৃষ্ণা, কাবেরী, তাপ্তী ইত্যাদি।

(ঘ) দক্ষিণের মালভূমি অঞ্চলের চারটি পর্বতের নাম।
উত্তরঃ- দক্ষিণের মালভূমি অঞ্চলের চারটি পর্বতের নাম – নীলগিরি, আরাবল্লী, মহাদেব, পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বত ইত্যাদি।

(ঙ) উপকূল অঞ্চলের রাজ্যগুলোর নাম।
উত্তরঃ-  উপকূল অঞ্চলের রাজ্যগুলোর নাম – গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা৷

(চ) ভারতবর্ষের কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর নাম।
উত্তরঃ-  ভারতবর্ষের কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর নাম হল – দিল্লি, চণ্ডীগড়, পণ্ডিচেরী, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ , লাক্ষাদ্বীপ, দমন ও দিউ আর দাদরা ও নগর হাভেলি, জম্মু-কাশ্মীর ও লাদাখ৷

২। ‘ক’অংশর সঙ্গে “খ” অংশ মিলিয়ে লেখো।
উত্তরঃ-

৩। নিচের উক্তি গুলো শুদ্ধ করে লেখো

(ক) থর মরুভূমি উত্তরের সমভূমি /উপকূল অঞ্চলে অবস্থিত।
উত্তরঃ- থর মরুভূমি উত্তরের সমভূমি অঞ্চলে অবস্থিত।

(খ) পার্বত্য অঞ্চলে ধান চাষ / গম চাষ হয়।
উত্তরঃ-

(গ) মরুভূমিতে বালি / জলের অভাব।
উত্তরঃ- মরুভূমিতে জলের অভাব।

(ঘ) গোদাবরী/গঙ্গা দক্ষিণের মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত নদী।
উত্তরঃ- গোদাবরী দক্ষিণের মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত নদী।

(৬) মরুভূমিতে জনবসতি হালকা/ঘন।
উত্তরঃ- মরুভূমিতে জনবসতি হালকা৷

৪। শূণ্যস্থান পূর্ণ করো

(ক) ভারতবর্ষে ______  টি রাজ্য আছে।
উত্তরঃ- ভারতবর্ষে ২৮  টি রাজ্য আছে।

(খ) থর একটি _____৷
উত্তরঃ- থর একটি মরুভূমি।

(গ) পশ্চিমঘাট পর্বত ______ অঞ্চলে অবস্থিত।
উত্তরঃ- পশ্চিমঘাট পর্বত উপকূলীয় অঞ্চলে অবস্থিত।

(ঘ) _______ পর্বতমালা ভারতের পশ্চিম, উত্তর-পূর্ব দিকে বেষ্টিত হয়ে আছে৷
উত্তরঃ- হিমালয় পর্বতমালা ভারতের পশ্চিম, উত্তর-পূর্ব দিকে বেষ্টিত হয়ে আছে৷

() ভারতের রাজধানী _______ ।
উত্তরঃ- ভারতের রাজধানী দিল্লি৷

৫। ভারত নামের উৎপত্তির বিষয়ে লেখো।
উত্তরঃ- প্রাচীনকালে ‘ভরত’ নামে একজন খুব প্রতাপী রাজা এ দেশ শাসন করেছিলেন। ভরত রাজার নামানুসারে আমাদের দেশের নাম ‘ভারতবর্ষ’ হয়েছে বলে পণ্ডিতগণ বলেন।
অন্যদিকে ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত সিন্ধু নদী যাকে ‘ল্যাটিন’ ভাষায় ‘ইন্দাজ’ বলা হয়,  সেই ‘ইন্দাজ’ শব্দ থেকে ইংরেজিতে “ইন্ডিয়া” হয় বলে কেউ কেউ মনে করেন।

৬। রাষ্ট্রীয় সংহতি বলতে কী বোঝ? 
উত্তরঃ- রাষ্ট্রীয় সংহতি হচ্ছে – রাষ্ট্রের ঐক্য, শান্তি ও প্রগতির মূল চাবিকাঠি ।

৭। মালভূমি অঞ্চলে কী কী চাষ হয়?
উত্তরঃ-  মালভূমি অঞ্চলে কার্পাস, ইক্ষু, যব এবং ধানের চাষ হয়। নীলগিরিব পর্বতে চা এবং কফির চাষ হয়। এই অঞ্চলের পাহাড়গুলোতে যথেষ্ট পরিমাণে চন্দন গাছ আছে।

আরোও পড়ুন – গ্রাম পঞ্চায়েত , পাঠ-১৬ পরিবেশের প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণি

error: Content is protected !!