ও আমার দেশের মাটি

ও আমার দেশের মাটি | বাংলা কবিতা

ও আমার দেশের মাটি | রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কবিতা ।

Bengali Poem “O Amar Desher Mati” .

ও আমার দেশের মাটি, তোমার’ পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।।
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা।।
তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার ‘ পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা।।
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা-
তবু জানিনে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Also Read – অসম আমার রূপহী

error: Content is protected !!